মানুষের মস্তিষ্কের অজানা আশ্চর্য যত তথ্য | Human Brain Fact in Bengali



Human Brain, আমাদের ব্রেইন বা মস্তিস্ক সুধু শরীরের নয় এই পৃথিবীর সবথেকে জটিল ও আশ্চর্য অর্গান যার সম্পর্কে আমরা খুবই কম জানি।

পৃথিবী নামক এই গ্রহের সবথেকে বিকশিত হচ্ছে মানুষ আর এই বিকশিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষের ক্ষমতাবান ও উন্নত ব্রেইন বা মস্তিস্ক।

আমি যদি বলি আপনি কি আপনার ব্রেইন এর ক্ষমতা সম্পর্কে জানেন ? অধিকাংশ ব্যাক্তি উত্তরে বলবে এটা আবার জানার কি বিষয়?

কিন্তু আপনি যদি জীবনে প্রতিষ্ঠা ও সফলতা লাভ করতে চান তাহলে আমি বলবো আপনার মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে কিছুটা জেনে রাখা খুবই দরকার।

বন্ধুরা আমাদের মস্তিস্ক বা ব্রেইনের সম্বোন্ধে এমন অনেক তথ্য উদ্ভাবিত হয়েছে যা আপনাকে চমকে দেবে।

  • আমাদের ব্রেইনে যদি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত অক্সিজেন সরবরাহ না হয় তাহলে আমাদের ব্রেইন সম্পূর্ণ কর্ম অক্ষম হয়ে যাবে।
  • আমাদের শরীরের মাত্র ২% দুই পার্সেন্ট অংশ ব্রেইন কিন্তু এটি আমাদের শরীরের ২5% রক্ত ও অক্সিজেন একই ব্যবহার করে।
  • আমাদের ব্রেইনে প্রতি সেকেন্ডে এক লাখের বেশি কেমিক্যাল রিএকশন হয় তাতেই এটি কাজকরে।
  • আমাদের ব্রেইন দুটি অংশে বিভক্ত একটি Conscious Mind এবং অন্নটি Subconscious Mind
  • অপেরেশনের মাধ্যমে আমাদের ব্রেইনের অর্ধেক বের করে নিলেও আমাদের অভ্যাসে কোনো পরিবর্তন হয় না।
  • আমাদের ব্রেইনের ৬০% ভাগ চর্বি দিয়ে তৈরি, তাই এটিই আমাদের শরীরের সবথেকে চর্বি যুক্ত অংগ।
  • কখনো কখনো আমরা বলি আমার ব্রেইন বা মাথা কাজ করছে না কিন্তু এটি ঠিক নয় আমাদের ব্রেইন সবসময় সজাগ ও কাজে ব্যস্ত থাকে।
  • আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনো আপনার ব্রেইন তার নিৰ্দিষ্ট কাজে নিয়োজিত থাকে। তবে কিছু অংশ সাময়িক আরাম করে।
  • Human Brain মানুষের ব্রেইনে ৮৬ বিলিয়ন কোষ থাকে।
  • আমাদের মস্তিষ্ক থেকে ১০ থেকে ২৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করা যেতে পারে।
  • মানুষের ব্রেইনকে সবথেকে সতেজ করতে পারে জল পান, তাই আমাদের নিয়মিত সঠিক পরিমানে জল পান করা অতি জরুরী।
  • আমাদের মনে প্রতিদিন (৫০,০০০) পঞ্চাশ হাজার চিন্তা আসে যার ৮০ শতাংশ নেগেটিভ চিন্তা।

Post a Comment

0 Comments