স্বাগতম, সবাইকে আমার আজকের এই নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে একটা বহুল আলোচিত সমস্যার সমাধান দেব।
সেটা হলোঃ the এর উচ্চারন আসলে কোনটা সঠিক? দি নাকি দ্যা? তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
আমরা সবাই ইংরেজিতে vowel,cosonant এর সাথে পরিচিত। আর পরিচিত না থাকলেও প্রবলেম নাই কারন ইংরেজি বর্নমালার a,e,i,o,u এইগুলা হলো ভাওয়েল আর বাকিগুলা কনসোনেন্ট। আর the এর উচ্চারন এর নিয়মদ্বয় হলোঃ
১. sentence এ যে শব্দের আগে the বসবে, তা যদি vowel হয়, তাহলে উচ্চারন হবে দি। যেমনঃ দি আমব্রেলা।
২. sentence এ যে শব্দের আগে the বসবে, ঐটা যদি consonant হয়, তাহলে উচ্চারন হবে দ্যা। যেমনঃ দ্যা মেন।
এইতো, খুবই সহজ নিয়ম। তো আশা করি আজকের পরে the এর উচ্চারন নিয়ে আপনাদের আর কোন প্রবলেম আর কোনোদিন ই হবেনা।
তাহলেহ, আজকে এইপর্যন্তই। তবে হ্যা, মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন।
আর কিছু না বুঝলে কমেন্টে আমাকে জানান। আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
1 Comments
Good
ReplyDelete